শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে নেপালি নাগরিক আটক

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৫:০০, ২৯ মার্চ ২০২৩

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে নেপালি নাগরিক আটক

ছবি: ইন্টারনেট

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে নেপালি নাগরিককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে সদর ইউনিয়নের চাকঢালা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওই নেপালি নাগরিকের নাম অম্বর তাফা বুডা (২৪)

পুলিশ জানায় মঙ্গলবার বিকেলে চাকঢালা সীমান্ত এলাকায় ঘুরাঘুরি করছিল নেপালি ওই নাগরিক। এসময় বিজিবির সদস্যরা তাকে দেখতে পেয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো সদুত্তর দিতে না পারায় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নাগরিক জানায় নেপাল থেকে সে গাড়িতে করে ভারতে আসে পরে সেখান থেকে সে ঘুরতে ঘুরতে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় এসে পড়ে। তবে কার সঙ্গে কিভাবে সে এখানে এসেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহা বলেন, চাকঢালা সীমান্ত এলাকা থেকে নেপালি নাগরিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে কোর্টে পাঠানো হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়