শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় গেটম্যান-মাইক্রোবাসচালক দুজনেই দায়ী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২১, ১৭ আগস্ট ২০২২

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় গেটম্যান-মাইক্রোবাসচালক দুজনেই দায়ী

ফাইল ফটো

চট্টগ্রামের মীরসরাইয়ে পূর্ব খৈয়াছড়া ঝর্ণা লেবেল ক্রসিংয়ে ভয়াবহ মাইক্রোবাস-ট্রেন দুর্ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেন মাইক্রোবাসচালক গোলাম মোস্তফাকে দায়ী করেছে তদন্ত কমিটি। দুর্ঘটনার জন্য তাদের দায়ী করে মঙ্গলবার (১৬ আগস্ট) তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।

তদন্ত প্রতিবেদন জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী। এর আগে তাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।

জানা গেছে, পাঁচ পৃষ্ঠার প্রতিবেদন বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) মুহম্মদ আবুল কালাম চৌধুরীর কাছে জমা দিয়েছে তদন্ত কমিটি।

দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের দায়িত্বরত গেটম্যান সাদ্দাম হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। আর দুর্ঘটনায় মাইক্রোবাসচালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এর আগে গত ২৯ জুলাই উপজেলার বড়তাকিয়া স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ১১ জন। আহত হন আরও জন। হতাহত ব্যক্তিদের মধ্যে ১৬ জন হাটহাজারীর আরএনজে কোচিং সেন্টারের ছাত্র শিক্ষার্থী। নিহত ব্যক্তিদের একজন চালক। তার সহকারীও আহত হন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়