
ছবি সংগৃহীত
ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজনদেরকে টাকার জন্য আটকে রেখে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় হাসপাতালে হট্টগোল সৃষ্টি হয়। হাসপাতালে সেবার জন্য আসা রোগীরা বিড়ম্বনার শিকার হন।
বুধবার (২৩ জুন) দুপুরে জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি এক রোগীকে দেখতে আসেন সুজা মিয়া ও তোফাজ্জল। হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত অস্থায়ী কর্মচারী তাদেরকে কার্ড ছাড়া হাসপাতালে প্রবেশ করতে বাধা দেন এবং পরিদর্শন ফি দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের হাসপাতালের ভেতরে ঢুকিয়ে গেট বন্ধ করে দেন। নিরাপত্তাকর্মীরা রোগীর স্বজনদের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
আহত সুজা মিয়া বলেন, হাসপাতালে রোগী দেখতে কার্ড লাগে অথবা টাকা দিতে হয় এটি জানা ছিল না। রোগী দেখতে এসে টাকার জন্য লাঞ্ছিত হলাম আমরা তিনজন। তাদের মারধরের ছবি উঠানোর সময় দৈনিক যুগান্তরের প্রতিনিধি যতন মজুমদারের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা। কিছুক্ষণ পর মোবাইল ফোনটি ফেরত দেওয়া হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. ইকবাল হোসেন ভূঞা বলেন, একসঙ্গে ২-৩ জন প্রবেশ করতে চাইলে নিরাপত্তা কর্মীরা বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল খায়ের মিয়াজী বলেন, টাকা দাবির বিষয়টি সঠিক নয়। স্বজনদের পেটানোর ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।