শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পবিত্র রমজানে দেড়শ সুবিধাবঞ্চিত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করল ‘আগামীর বাংলাদেশ ফাউন্ডেশন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৪, ১১ মার্চ ২০২৪

আপডেট: ১৪:২৬, ১২ মার্চ ২০২৪

পবিত্র রমজানে দেড়শ সুবিধাবঞ্চিত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করল ‘আগামীর বাংলাদেশ ফাউন্ডেশন’

পবিত্র রমজানে দেড়শ সুবিধাবঞ্চিত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করল ‘আগামীর বাংলাদেশ ফাউন্ডেশন’

পবিত্র রমজানকে কেন্দ্র করে দেড় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে ‘আগামীর বাংলাদেশ ফাউন্ডেশন’

রোববার (১০মার্চ) রাজধানীর হাজারীবাগের কালুনগরের গোল্ডেন সিটি বটতলা এলাকায় "আগামীর বাংলাদেশ ফাউন্ডেশনের" উদ্যোগে ‘ডাক্তার মোশাররফ হোসেন’ এর সহযোগিতায় বাটারফ্লাই স্কুলের দেড় শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনটির একজন স্বেচ্ছাসেবী জানায়, উপহার সামগ্রী মধ্যে রয়েছে চাল, সয়াবিন তেল, ছোলার ডাল, মসুরির ডাল, খেজুর, ট্যাংক, মুড়ি, চিনি, সেমাই, আলু, লবণ ইত্যাদি। আল্লাহর সন্তুষ্টি অর্জনে এবং সুবিধে বঞ্চিত শিশুদের মাহে রমজানের প্রথম দিন তৃপ্তি সহকারে ইফতার করতে পারে পরিবারের সাথে সেজন্য এ প্রচেষ্টা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগামী বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি মোঃ ওমর ফারুক সম্রাট এবং সহ-সভাপতি তানিয়া হাসান তামান্না সহ সংগঠনের সকল ভলেন্টিয়ারবৃন্দ এবং অভিভাবক বৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়