মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ফাঁকা হচ্ছে রাজধানী, ঘরমুখো মানুষের স্বস্তির ঈদযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০০, ৮ এপ্রিল ২০২৪

ফাঁকা হচ্ছে রাজধানী, ঘরমুখো মানুষের স্বস্তির ঈদযাত্রা

ছবি: ইন্টারনেট

ঈদের ছুটি, সরকারি কর্মচারীদের ঐচ্ছিক ছুটি, নববর্ষ - সব মিলিয়ে এবার ঈদের আগে পরে একটা বড় ছুটি পেতে যাচ্ছে দেশ। তাই প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের জন্য ঢাকা ছাড়ছে সাধারণ মানুষ। ট্রেন স্টেশন, বাস লঞ্চ টার্মিনালে তাই বেড়ে গেছে যাত্রীদের চাপ। তবে, এবারের ঈদযাত্রায় এখন পর্যন্ত যানজট, কয়েকটি ট্রেনের সিডিউল বিপর্যয় ছাড়া তেমন অন্য কোন বড় বিপত্তির কথা এখনো শোনা যায়নি। ফলে ঘরমুখো মানুষ অনেকটা স্বস্তিতেই বাড়ি ফিরতে পারছেন।

স্বস্তিকর যাত্রার জন্য অধিকাংশেরই প্রথম পছন্দ ট্রেন। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের। আজ সোমবার (৮ই মার্চ) সকাল থেকেই কমলাপুর স্টেশনে ভিড় করতে থাকেন যাত্রীরা। নিয়মিত ট্রেনের পাশাপাশি যুক্ত হয়েছে দুটি বিশেষ ট্রেন। আর নির্ধারিত সময়ে স্বস্তির ট্রেন যাত্রার কারণে খুশি যাত্রীরা।

অন্যদিকে, বাসে চড়েও রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকেও ঘরমুখো মানুষ ছুটছে বাড়ির পানে। তবে বাস সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত বাস থাকলেও তেমন চাপ নেই যাত্রীর  

এই মুহুর্তে মহাসড়কগুলোতে গাড়ির চাপ বাড়লেও নেই তেমন কোন যানজট। উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। ঢাকা-চট্টগ্রাম ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানচলাচল স্বাভাবিক রয়েছে। নতুন ছয়টি ইলেক্ট্রনিক টোল আদায় কাউন্টার চালু করায় গাড়ির চাপও কমেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশপথ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গাড়ীর চাপ থাকলেও নেই যানজট। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানচলাচল স্বাভাবিক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়