বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

উত্তরায় ডাচ বাংলা ব্যাংকের গাড়িতে ডাকাতি, ১১ কোটি টাকা লুট

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৫:০৫, ৯ মার্চ ২০২৩

আপডেট: ১৫:৪৭, ৯ মার্চ ২০২৩

উত্তরায় ডাচ বাংলা ব্যাংকের গাড়িতে ডাকাতি, ১১ কোটি টাকা লুট

ছবি: ইন্টারনেট

রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় ডাচ বাংলা ব্যাংকের টাকার গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ কোটি ২৭ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় টাকার গাড়িতে ডাকাতি হয়। সশস্ত্র একটি চক্র সেটি থেকে টাকা লুট করে নিয়ে যায়।

পুলিশের ভাষ্যমতে, গাড়িটি বুথে টাকা ঢুকাতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে, ওই গাড়িতে ১১ কোটি ২৭ লাখ টাকা ছিল।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন। ঘটনা সম্পর্কে তুরাগ থানার ডিউটি অফিসার শেখ জাহিদ বলেন, ঘটনা ঘটার খবর পেয়ে উত্তরা বিভাগের উপ-কমিশনার, ওসিসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনার বিষয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, একটি সিকিউরিটি কোম্পানির গাড়ি সাভার ইপিজেডের ডাচ বাংলা ব্যাংকের বুথে টাকা রাখতে যাচ্ছিল। এতে ১১ কোটি ২৭ লাখ টাকা ছিল।

 

 

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়