শনিবার ১৯ জুলাই ২০২৫, শ্রাবণ ৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজে আগ্রহ বিসিবির

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:২৬, ১৯ জুলাই ২০২৫

অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজে আগ্রহ বিসিবির

ছবি সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে তিনটি টি-২০ ম্যাচ খেলতে অক্টোবরে সিরিজ আয়োজনের বিষয়ে আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সিরিজটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে চায় এসিবি।

২০২৪ সালের এফটিপিতে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে দুটি টেস্ট তিনটি টি-২০ ম্যাচের কথা থাকলেও তা পিছিয়ে যায়। পরে বিসিবি প্রস্তাব দেয়, ওই সিরিজের জায়গায় তিনটি ওয়ানডে তিনটি টি-২০ খেলতে।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিজ জানিয়েছেন, সাদা বলের সিরিজ নিয়ে এসিবির সঙ্গে আলোচনা চলছে, তবে এখনো ভেন্যু চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিক থাকলে অক্টোবরে সিরিজটি অনুষ্ঠিত হবে।

এর আগে এসিবি প্রস্তাব দিয়েছিল জুলাই-আগস্টে নয়দায় সিরিজটি আয়োজনের, কিন্তু বর্ষাকালের কারণে বিসিবি রাজি হয়নি। পাশাপাশি ভারত সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প সময়েই সিরিজ আয়োজনের চেষ্টা চলছে।

 

 

 

 

 

 

 

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়