রোববার ১৮ মে ২০২৫, জ্যৈষ্ঠ ৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পারভেজ ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৯, ১৮ মে ২০২৫

পারভেজ ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে হারাল বাংলাদেশ

ছবি: ইন্টারনেট

পারভেজ হোসেন ইমনের ঝোড়ো সেঞ্চুরি বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ইমন বাংলাদেশের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়েন এবং সর্বোচ্চ ছক্কার কীর্তি অর্জন করেন।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পারভেজ ইমনের ব্যাটিং তাণ্ডবে উইকেটে ১৯১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। ইমন ৫৪ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে তিনি ৫৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। এটি বাংলাদেশের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি। তামিম ইকবালের পর তিনিই দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে এই ফরম্যাটে তিন অঙ্কের রান স্পর্শ করলেন। তবে তানজিদ হাসান তামিম ( বলে ১০), অধিনায়ক লিটন দাস ( বলে ১১), তাওহিদ হৃদয় শেখ মেহেদীদের ব্যর্থতায় ইমনের সঙ্গে বড় জুটি গড়ে উঠেনি।

জবাবে ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সংযুক্ত আরব আমিরাত শুরুতে ভালো অবস্থানে ছিল। প্রথম ওভারে বিনা উইকেটে ৩৮ রান তুলে ফেলে তারা। তবে হাসান মাহমুদের বোলিংয়ে মোহাম্মদ জোহাইবের ( বলে ) বিদায়ের মধ্য দিয়ে জুটি ভাঙে। মুস্তাফিজুর রহমান পরের ওভারে আলিশান শারাফুকে কট বিহাইন্ড করে বাংলাদেশকে স্বস্তি এনে দেন।

ওয়াসিম হামিদ (৩২ বলে ৫০) রাহুল চোপড়া (২২ বলে ৩৫) ৪২ বলে ৬২ রানের জুটি গড়ে আমিরাতকে জয়ের আশা দেখালেও তানজিম সাকিবের দুটি গুরুত্বপূর্ণ উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ওয়াসিম রাহুলকে ফিরিয়ে তিনি আমিরাতের রানের গতি থামান। এরপর হাসান মাহমুদ মুস্তাফিজের জোড়া আঘাতে আমিরাতের মিডল অর্ডার ভেঙে পড়ে। শেষ ওভারে ৩৪ রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হয়ে তারা রান দুই উইকেট হারিয়ে ১৬৪ রানে থামে।

বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৩টি এবং মুস্তাফিজ, তানজিম সাকিব শেখ মেহেদী ২টি করে উইকেট শিকার করেন। তবে শেখ মেহেদী তানভীরের বোলিং ছিল কিছুটা খরুচে।

এই জয়ে সিরিজে - ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় শেষ ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে দুই দল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়