শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৭, ২৭ মার্চ ২০২৪

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ছবি: ইন্টারনেট

টানা দুই হারে আগেই সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। শেষ ওয়ানডেতে জিতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য ছিল নিগার সুলতানা জ্যোতিদের। তবে ব্যাটিং ভরাডুবিতে অস্ট্রেলিয়ার কাছে শেষ ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ করলো বাংলাদেশের মেয়েরা। বুধবার (২৭ মার্চ) মিরপুরে উইকেটে তাদের হারিয়ে সফরকারীরা।

এটি ছিল অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ। দুই ইনিংস মিলিয়েও ৫০ ওভারের খেলা হয়নি। আগে ব্যাটিংয়ে নেমে ২৬. ওভারে ৮৯ রানে অলআউট হয় বাংলাদেশ। কিম গার্থ অ্যাশলেইঘ গার্ডনার তিনটি করে উইকেট নেন। দুটি করে উইকেট নেন এলিসে পেরি সোফি মলিনেক্স।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন নিগার সুলতানা। মারুফা আক্তার দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রানে অপরাজিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়