শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩, আশ্বিন ৮ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাফজয়ী কৃষ্ণার ব্যাগ থেকে আড়াই লাখ টাকা চুরি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০২, ২২ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৬:২০, ২২ সেপ্টেম্বর ২০২২

সাফজয়ী কৃষ্ণার ব্যাগ থেকে আড়াই লাখ টাকা চুরি

ছবি সংগৃহীত

সাফ ওমেন চ্যাম্পিয়নশিপজয়ী কৃষ্ণা রানী সরকারের ব্যাগ থেকে প্রায় আড়াই লাখ টাকা চুরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান বিমানবন্দর থেকে ছাদখোলা বাসের শোভাযাত্রায় এ ঘটনা ঘটেছে।

কৃষ্ণা রানী বলেন, যেহেতু দেশে আসার পর আমাদের জন্য বড় ধরনের আয়োজন ছিল। এ জন্য আমরা আমাদের হ্যান্ডব্যাগটাও লাগেজের ভেতরে রেখেছিলাম। পরে যখন লাগেজ খুলি, তখন দেখি ভেতরের ছোট ব্যাগের চেইন খোলা।

এসময় তিনি আরও বলেন, ব্যাগের ভেতরে আমার ৯০০ ডলার, শামসুন্নাহারের ৪০০ ডলারসহ আরও অনেকের কিছু ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াই লাখ টাকার মতো। সেগুলোর কিছুই নেই ব্যাগের ভেতর।

শুধু কৃষ্ণা রানী, শামসুন্নাহারের টাকাই নয় বেশ কয়েকজন ফুটবলারের ব্যাগের তালা ভাঙা ছিল বলেও জানা গেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়