
ছবি সংগৃহীত
৫ আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিন কক্সবাজারে ঘুরতে যাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন,
“সাগরের পাড়ে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণ-অভ্যুত্থান, নাগরিক পার্টির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ ও একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। এটি রাজনৈতিক দায়িত্বশীলতার অংশ, কোনো অপরাধ নয়।”
ফেসবুক পোস্টে শোকজ নোটিশের জবাব হিসেবে তিনি বলেন, ৫ আগস্ট তার কোনো পূর্বনির্ধারিত সাংগঠনিক বা রাষ্ট্রীয় কর্মসূচি ছিল না। দল থেকেও কোনো দায়িত্ব দেওয়া হয়নি।
তিনি জানান, ৪ আগস্ট রাতে পার্টি অফিসে আহ্বায়ক ও সদস্য সচিবকে ঘোরার পরিকল্পনার কথা জানান। পরদিন কক্সবাজার সফর করেন তিনি এবং সফরসঙ্গী ছিলেন সারজিস-তাসনিম দম্পতি।
পরে একটি গুজব ছড়িয়ে পড়ে, তারা নাকি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে গিয়েছেন। নাসীরুদ্দীন তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে উল্লেখ করেন। তিনি জানান, হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে পিটার হাস সেখানে ছিলেন না এবং তিনি তখন ওয়াশিংটনে অবস্থান করছিলেন।
তিনি বলেন, “ঘুরতে যাওয়া অপরাধ নয়। ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়।”
শোকজ প্রসঙ্গে তিনি লিখেছেন, তার সফর স্বচ্ছ, দলীয় নীতিমালাবিরোধী নয় এবং শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে তিনি লিখিত জবাব দিয়েছেন।