রোববার ১০ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

৫ আগস্ট হোক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমান

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:০৭, ৫ আগস্ট ২০২৫

৫ আগস্ট হোক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমান

ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগস্ট হোক গণতন্ত্র, সুশাসন মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকারের দিন। আজ সকালে এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, এই দিনটি স্বাধীনতাপ্রিয় জনতার বিজয়ের দিনযেদিন বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়। সেই দিনটিকে সরকারি ছুটি হিসেবে পালনেরও ঘোষণা দেন তিনি।

তারেক রহমান ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের সমালোচনা করে বলেন, গুম, খুন, নির্যাতন, ভোটাধিকার হরণ, বিচার বিভাগের অবক্ষয় অর্থনৈতিক লুটপাটের মাধ্যমে দেশকে দেউলিয়া করে ফেলা হয়েছিল।

তিনি বিএনপির নিখোঁজ নেতাদেরইলিয়াস আলী চৌধুরী আলমেরনাম বিশেষভাবে উল্লেখ করেন।

তিনি বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থান ছিল জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন, যেখানে দেড় হাজারের বেশি মানুষ শহীদ এবং প্রায় ৩০ হাজার আহত হন। এই আন্দোলনকে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা বলে উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, এখন প্রয়োজন জনগণের সরাসরি ভোটে দায়বদ্ধ সরকার গঠন এবং সকল স্তরে রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা। তিনি সকল নাগরিককে শান্তিপূর্ণ আচরণ, নারীর প্রতি সম্মান এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ফ্যাসিবাদ আর ফিরবে নাএটাই জাতির দৃঢ় সংকল্প। রাজনৈতিক মতভেদ গণতন্ত্রের সৌন্দর্য, তবে উগ্রবাদ চরমপন্থার বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

প্রেক্ষাপট:

২০২৪ সালের আগস্ট ফ্যাসিবাদী সরকার পতনের মধ্য দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালান। দিনটিকে অন্তর্বর্তী সরকারজুলাই গণঅভ্যুত্থান দিবসহিসেবে ঘোষণা করেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়