
ছবি সংগৃহীত
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে দাবি করেছে, সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল (কিংস পার্টি) গঠিত হয়েছে। সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “এটা সবাই জানে যে, এনসিপি-ই সেই কিংস পার্টি। তাদের সহযোগীদের কেউ সরকারে উপদেষ্টা, আবার কেউ সেই পদ ছেড়ে এই দলে যোগ দিয়েছেন।”
সোমবার রাজধানীর ধানমণ্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন থেকে গঠিত দলটি সুশাসনের প্রতিশ্রুতি দিলেও অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ হয়েছে। অর্থের উৎসের অস্বচ্ছতা, দলবাজি, দখলবাজি ও চাঁদাবাজির সংস্কৃতি বহন করে তারা আত্মঘাতী পথে এগোচ্ছে।
রোডম্যাপের অভাবে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলেও এখন তা কিছুটা নিরসন হয়েছে বলে মন্তব্য করেন টিআইবির প্রধান। তবে ভবিষ্যতে অস্থিরতা একেবারে এড়ানো যাবে না বলেও সতর্ক করেন তিনি।
প্রতিবেদন মতে, কয়েকটি দলের চাপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘটনা ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষ দমন সংস্কৃতির ঝুঁকি বাড়াতে পারে। বিচার, নির্বাচন ও রাষ্ট্র সংস্কার উদ্যোগেও অন্তর্বর্তী সরকার কাঙ্ক্ষিত অগ্রগতি আনতে পারেনি।