ছবি: ইন্টারনেট
বিএনপির আন্দোলন বেগবান হতে হতে পতন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রশ্ন তুলেন, পতনের গভীর খাদ থেকে বিএনপিকে উদ্ধার করবে কে? শেখ হাসিনার জন্য তারা রাস্তায় সদা জাগ্রত প্রহরী বলেও উল্লেখ করেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন। জামিনে বিএনপি মহাসচিবের মুক্ত হওয়ার পর দলটির আন্দোলন বেগবান হবে কি না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের তা বলেন।
তিনি আরও বলেন, মির্জা ফখরুল সরকার পতনের চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। মুক্তি পেয়ে তিনি কী করেন তা দেখার অপেক্ষায় আওয়ামী লীগ। বিএনপি অগ্নিসন্ত্রাস থেকে বের হতে পারে না বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বিএনপির অগ্নিসন্ত্রাসের নির্যাতনের যে চিত্র, সেই কারণে তারা শাস্তির বাইরে যেতে পারে না বলে এ সময় উল্লেখ করেন সেতুমন্ত্রী।
দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তারা ডামি নির্বাচন বলছে, প্রমাণ হয়ে গেছে তারাই ডামি বিরোধীদল। তারা নিজেরাই ডামি। তারা তো ভোটেই আসেনি।