বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫, কার্তিক ২৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, এটিই হবে জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: প্রধান উপদেষ্টা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৩, ১২ নভেম্বর ২০২৫

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, এটিই হবে জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: প্রধান উপদেষ্টা

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার সাত সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কানাডিয়ান সিনেটর সালমা আতাউল্লাহজান।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, রোহিঙ্গা সংকট এবং চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, “যুবসমাজের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের পর দেশ বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এখন আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা হবে জাতির জন্য ঐতিহাসিক।”

রোহিঙ্গা ইস্যুতে কানাডার অব্যাহত সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রায় ১২ লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশে অবস্থান করছে। তারা নাগরিকত্ব ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে আছে, যা ক্রমেই বড় মানবিক সংকটে রূপ নিচ্ছে।”

প্রতিনিধিদল রোহিঙ্গাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়। সিনেটর সালমা আতাউল্লাহজান বলেন, “রোহিঙ্গা সংকট গুরুতর মানবিক ইস্যু। আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই তাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করা উচিত।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়