ছবি সংগৃহীত
রাজধানী ঢাকা ও আশপাশের জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার সকালে থেকে ১২ প্লাটুন বিজিবি রাজধানীতে টহল দিচ্ছে। বিজিবির সদর দপ্তর জানায়, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা মাঠে কাজ করছে।
সম্প্রতি ঢাকাসহ বিভিন্ন স্থানে একের পর এক বাস ও গাড়িতে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তবে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আশ্বস্ত করে বলেন, রাজধানীতে শঙ্কার কিছু নেই। তিনি জানান, একটি নিষিদ্ধ দল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। গত কয়েক দিনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অধিকাংশই রাজধানীর বাইরে থেকে এসেছে।































