শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৩:২৬, ২৮ নভেম্বর ২০২৪

সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস

ছবি সংগৃহীত

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা হাসনাত আব্দুল্লাহ সারজিস আলম।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

জানা গেছে, চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে দুর্ঘটনা ঘটে।

এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাফি। তিনি জানান, হাসনাত সারজিস দুজনেই সুস্থ রয়েছেন।

এদিকে লোহাগাড়া থানার দায়িত্বরত এএসআই মো. আলিম দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

চট্টগ্রাম পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল গ্ণমাধ্যমকে জানিয়েছেন, হাসনাত সারজিস ওই গাড়িতে ছিলেন না। তারা নিরাপদে আছেন। তাদের বহরের একটি গাড়িকে কক্সবাজারগামী ট্রাক চাপা দেয়। এতে কেউ হতাহত হয়নি। তবে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাকচালককে আটক করা হয়েছে।

 

আলোআভা নিউজ২৪ - আজকের খবর ব্রেকিং নিউজ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়