ছবি সংগৃহীত
বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন সকালেই মার্কিন প্রতিনিধি দল বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে। দেশটির পক্ষে এই দলে নেতৃত্বে আছেন আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। থাকছেন মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোলান্ড লুসহ অন্যান্যরাও। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে পরের বৈঠকটি বাণিজ্য ও অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিনের সাথে হয়।
এরপরে প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যমুনায় যান প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার জন্য। যেখানে স্বাক্ষর হবার কথা একটি দ্বিপাক্ষিক চুক্তির। দুপুরে পররাষ্ট্র সচিবের সাথে ওয়ার্কিং লাঞ্চে যোগ দেবেন মার্কিন দলটি। বিকেলে বাংলাদেশ ব্যাংক গর্ভনরের সাথে বৈঠকের কথা রয়েছে ব্রেন্ট নেইম্যানের।