
ছবি: ইন্টারনেট
আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট হ্যাক করেছিলো হ্যাকাররা। তবে তা ২ ঘন্টা পর তা উদ্ধার করা হয়েছে। ওয়েব সাইটটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটির কর্মকর্তারা।
মঙ্গলবার (৯ই জুলাই) সকাল ৬ টায় এই ঘটনা ঘটে বলে জানায় আবহাওয়া অফিস। সংস্থাটির উপ-পরিচালক শামীম হাসান ভূইয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শামীম হাসান ভূইয়া জানান, Bmd.gov.bd নামের সরকারি ওয়েবসাইটে আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করা হয়। কিন্তু মঙ্গলবার (৯ই জুলাই) ভোরে সেটির দখলে নিয়েছে ODIYAN911 নামের নামে একটি হ্যাকার পেজ। এতে করে আবহাওয়ার বার্তা প্রদান সংক্রান্ত কার্যক্রম কিছু সময়ের জন্য বাধাগ্রস্ত হয়। তবে সকাল ৮টার দিকে ওয়েবসাইট উদ্ধার করে আইটি টিম। বর্তমানে ওয়েবসাইটটি আবার সচল করতে কাজ করছে তারা।