ছবি: ইন্টারনেট
দায়িত্ব গ্রহণ করেছেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। আজ দুপুরে রাজধানীর সেনাসদরে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের কাছ থেকে এ দায়িত্বভার গ্রহণ করেন।
এসময় সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বিদায় উপলক্ষে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ শিখা অনিবার্ণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
এরপর সেনাকুঞ্জে তাকে গার্ড অব অনার দেয়া হয়। এসময় লাল গালিচায় তিনি পায়ে হেঁটে সালাম গ্রহণ করেন। পরে একটি গাছের চারা রোপণ করেন বিদায়ী সেনাপ্রধান।































