বুধবার ০২ জুলাই ২০২৫, আষাঢ় ১৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সারাদেশে জমতে শুরু করেছে কোরবানির পশুরহাট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৮, ১৩ জুন ২০২৪

আপডেট: ১৫:২০, ১৩ জুন ২০২৪

সারাদেশে জমতে শুরু করেছে কোরবানির পশুরহাট

ছবি: ইন্টারনেট

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ সারাদেশে জমতে শুরু করেছে কোরবানির পশুরহাট। বৃহস্পতিবার (১৩ জুন) থেকে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় স্থায়ী দুটিসহ মোট ২০ পশুরহাটে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে।

পশুর হাটগুলোতে দেশের বিভিন্ন জায়গা থেকে কোরবানির পশু নিয়ে আসছেন খামারিরা। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় গাবতলীর স্থায়ী হাটসহ ৯টি হাট এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সারুলিয়া স্থায়ী পশুর হাটসহ ১১টি হাট বসেছে।

আজ থেকে ঈদের দিন সোমবার সকাল পর্যন্ত পাঁচ দিন হাট বসবে। প্রত্যেকটি হাটের ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তার জন্য একটি করে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়