রোববার ১৯ মে ২০২৪, জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ইউপি নির্বাচনে মন্ত্রী-এমপিদের আচরণবিধি মেনে চলতে স্পিকারকে চিঠি ইসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৭, ৬ মে ২০২৪

ইউপি নির্বাচনে মন্ত্রী-এমপিদের আচরণবিধি মেনে চলতে স্পিকারকে চিঠি ইসির

ছবি: ইন্টারনেট

সংসদ সদস্যরা যেন উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি মেনে চলেন সে জন্য সংসদ সচিবালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

 রোববার ( মে) কমিশনের পক্ষ থেকে উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়।

চিঠিতে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ২২ বিধির কথা তুলে ধরে বলা হয়, “সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনপূর্ব সময়ে নির্বাচনি এলাকায় প্রচারণায় বা নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না

আইন অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচনি কাজে সরকারি প্রচারযন্ত্র, সরকারি যানবাহন, অন্য কোনো সরকারি সুযোগ-সুবিধা ভোগ এবং সরকারি কর্মকর্তা বা কর্মচারীদেরকে ব্যবহার করতে পারবেন না।

তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ১৫০টি উপজেলায় মে, দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় জুন ভোট হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়