শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ছিনিয়ে নেয়া আসামিদের ধরিয়ে দিলে ১০ লক্ষ টাকা পুরস্কার

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৫, ২০ নভেম্বর ২০২২

ছিনিয়ে নেয়া আসামিদের ধরিয়ে দিলে ১০ লক্ষ টাকা পুরস্কার

ছিনিয়ে নেয়া দুই আসামি

ঢাকার আদালত থেকে পুলিশের চোখে স্প্রে মেরে দুই জঙ্গি সদস্যকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামিদের ধরার জন্য সহযোগিতা করলে পুলিশ ১০ লাখ টাকা পুরস্কার দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আদালত থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশের মহাপরিদর্শক থেকে জানানো হয়েছে, আসামিদের ধরার জন্য যেকোনোভাবে সবার থেকে সহযোগিতা চাওয়া হয়েছে। এক্ষেত্রে কেউ যদি তাদের সন্ধান বা অন্য কোনোভাবে ধরতে সহযোগিতা করে তাহলে তাদের পুরস্কার হিসাবে ১০ লাখ টাকা প্রদান করা হবে।

এর আগে এদিন দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে জেএমবির দুই সদস্যকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। মোটরসাইকেলে করে এসে আসামিদের ছিনিয়ে নেয়া হয়। দুই আসামি হলেন মইনুল হাসান শামীম আবু সিদ্দিক সোহেল।

সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে আসামিদের হাজির করে হাজত খানায় নেয়ার সময় চার আসামির মধ্য থেকে দুজনকে ছিনিয়ে নেয়া হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়