রোববার ২৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

হলমার্ক কেলেঙ্কারি: এমডি তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৪:২৭, ১৯ মার্চ ২০২৪

আপডেট: ১৪:২৮, ১৯ মার্চ ২০২৪

হলমার্ক কেলেঙ্কারি: এমডি তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন

ছবি: ইন্টারনেট

হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ ও তার স্ত্রী গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ৪ঠা মার্চ তৎকালীন ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ও কেশব রায় চৌধুরী আদালতে সাক্ষ্য দেন। এ দিন তাদের সাক্ষ্য শেষে যুক্তি উপস্থাপনের জন্য ১২ মার্চ দিন ধার্য করেন। গত ১২ মার্চ রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজ (১৯ শে মার্চ) দিন ধার্য করেন

রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী মো. শফিকুল ইসলাম জানান, রায়ে ব্যাংকারদের সাজা কম দিয়েছেন বিচারক। অথচ ব্যাংকের বাইরের আসামিদের যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে, যা সঠিক নয়।

অপরদিকে, দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, অর্থনৈতিক কর্মকাণ্ডে ধরনের দুর্গতি হলে রাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। আইন অনুযায়ী সাজা মৃত্যুদণ্ড থাকলে আদালত তাই দিতেন বলে বিচারক রায়ের পর্যবেক্ষণে জানিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়