শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জামিনে মুক্তি পেলেন সাবেক এমপি সুলতানা

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৫:১৩, ১০ জানুয়ারি ২০২৩

জামিনে মুক্তি পেলেন সাবেক এমপি সুলতানা

ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া বিএনপির নেত্রী সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি সুলতানা আহমেদ কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার ( জানুয়ারি) সন্ধ্যা সাড়ে টায় তাকে মুক্তি দেওয়া হয়। তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

সুলতানা আহমেদ (৫৮) হলেন ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর এলাকার তৌফিক আহমেদের স্ত্রী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক।

তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল রহমান।

তিনি জানান, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে গত রোববার জামিন পান সংরক্ষিত মহিলা আসনের এই সাবেক সংসদ সদস্য। ওই দিনই তার জামিনের কাগজ কারাগারে পাঠানো হয়।

পরে কারাকর্তৃপক্ষ যাচাই বাছাই শেষে সোমবার সন্ধ্যা সাড়ে টায় তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়