শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, বৈশাখ ৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আজ ভারতের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২২, ১০ জুন ২০২৪

আজ ভারতের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

ছবি: ইন্টারনেট

টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ বাজার জানিয়েছে, আজ বিকেল পাঁচটার মধ্যে নতুন মন্ত্রিসভার সকলকে বৈঠকে উপস্থিত হতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন লোক কল্যান মার্গে বসবে এই বৈঠক।

আনন্দবাজারের তথ্যমতে, প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা বৈঠকে মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হতে পারে। আগামীকাল হতে পারে মন্ত্রণালয় বন্টন।

রোববার সন্ধ্যায় নয়াদিল্লীতে রাষ্টপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও ৭২জন মন্ত্রী। এরমধ্যে ৩০জন পূর্ণ মন্ত্রী, ৩৬জন প্রতিমন্ত্রী পাঁচজন স্বতন্ত্র মন্ত্রী। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবার জোট সরকার গঠন করায় নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন শরীক দলের সদস্যরাও। এছাড়া এবারের মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে জায়গা হয়েছে দুজনের। তারা হলেনসুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। গতকাল শপথও নিয়েছেন তারা। কিন্তু তাদের এখনও দপ্তর সম্পর্কে জানানো হয়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়