শনিবার ২৭ জুলাই ২০২৪, শ্রাবণ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

উত্তর কোরিয়া সফরে চীনা উপ-প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮, ৯ সেপ্টেম্বর ২০২৩

উত্তর কোরিয়া সফরে চীনা উপ-প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের লক্ষ্যে চলমান জি-২০ সম্মেলনের মাঝে উত্তর কোরিয়া সফরে গেলেন চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ গুওঝং। তার নেতৃত্বে শুক্রবার ( সেপ্টেম্বর) পিয়ংইয়ংয়ে পৌঁছায় প্রতিনিধি দল। খবর রয়টার্সের।

উত্তর কোরিয়ার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে তাদের এই সফর। উপলক্ষ্যে দেশটির সর্বোচ্চ শাসক কিম জং উনকে লিখিত বার্তা পাঠান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি ওই বার্তায় বেইজিং-পিয়ংইয়ং কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা এবং একসাথে কাজ করার ইচ্ছা পোষণ করেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, সফরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন কিম-লিউ। এতে দুই দেশের জনগণের কল্যাণে পারস্পারিক সহযোগিতা আর জোরদারের বিষয়ে ঐক্যমতে পৌঁছান তারা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়