বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের মতো ঐতিহাসিক জয় পেয়েছেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ২৯ মে ২০২৩

তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের মতো ঐতিহাসিক জয় পেয়েছেন এরদোগান

ছবি: ইন্টারনেট

রিসেফ তাইয়েপ এরদোগান আবারও তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এর ফলে আগামী পাঁচ বছরের জন্য তিনি আবারও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। খবর আল জাজিরা।

গত ১৪ মে তুরস্কে নির্বাচন অনুষ্ঠিত হয় এতে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট পায়নি। ফলে নির্বাচন রান-অফে গড়ায়। রোববার (২৮ মে) রান-অফ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়।

ভোট গ্রহণের পর থেকেই এরদোগানের সমর্থকরা আশাবাদী ছিলেন তাদের নেতাই আবার তুরস্কের প্রেসিডেন্ট হবেন।

৯৭ শতাংশ ব্যালট বাক্স গণনা করার পর বেসরকারিভাবে এরদোগানকে জয়ী হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচনে এরদোগান পেয়েছেন ৫২. শতাংশ ভোট। অন্যদিকে তার প্রতিন্দ্বন্দ্বি কামাল কিলিচদারগলু পেয়েছেন ৪৭. শতাংশ ভোট।

সবমিলিয়ে তুরস্কে দ্বিতীয় দফা নির্বাচনে ভোট দিয়েছেন কোটি ৪০ লাখের বেশি মানুষ। ভোট পড়েছে ৮৫ শতাংশের বেশি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়