বৃহস্পতিবার ০২ মে ২০২৪, বৈশাখ ১৮ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জন্মদিনেই চলে গেলেন ‘দ্য মনস্টার’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ৪ আগস্ট ২০২২

জন্মদিনেই চলে গেলেন ‘দ্য মনস্টার’

‘ব্রাজেলিয়ান হাল্ক’ ও ‘দ্য মনস্টার’ খ্যাত ভালদির সেগাতোর

নিজের ৫৫তম জন্মদিনেই মৃত্যু হলব্রাজেলিয়ান হাল্কদ্য মনস্টারখ্যাত ভালদির সেগাতোর। ২৩ ইঞ্চি বাইসেপ তৈরির জন্য বিপজ্জনক ইনজেকশন নিতেন এই ব্রাজিলিয়ান বডি বিল্ডার টিকটক তারকা।

স্ট্রোক সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও ভালদির সেগাতো বহু বছর ধরেই বাইসেপ পিঠের পেশি বাড়ানোর জন্য সিন্থল ইনজেকশন ব্যবহার করতেন। ভালদির সোশ্যাল মিডিয়ায় তার শরীরের রূপান্তরের অনেক ছবি ভিডিও শেয়ার করতেন। নিজেকেভালদির সিন্থলনামে পরিচয় দিতেন তিনি। টিকটকে তার . মিলিয়ন ফলোয়ার ছিল।

সেগাতোর অনুপ্রেরণা ছিল আর্নল্ড শোয়ার্জনেগার এবং হাল্কের মতো কাল্পনিক চরিত্র। ২০১৬ সালে ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘তারা আমাকে হাল্ক, শোয়ার্জনেগার এবং হি-ম্যান বলে ডাকে এবং আমি এটি পছন্দ করি। আমি আমার বাইসেপ দ্বিগুণ করেছি কিন্তু আমি এটি আরও বড় করতে চাই।

স্থানীয় এক বাসিন্দা জানান, মৃত্যুর দিন তার শ্বাসকষ্ট হচ্ছিল, যে কারণে তিনি তার মাকে সাহায্যের জন্য ডাকেন। এরপর ভালদিরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রিসেপশন এরিয়াতেই হার্ট অ্যাটাকে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়