শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জাপানে ৬ মাত্রার ভূমিকম্প

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৪, ২১ জুন ২০২২

জাপানে ৬ মাত্রার ভূমিকম্প

ছবি সংগৃহীত

ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বনিন দ্বীপপুঞ্জ। 

মঙ্গলবার (২১ জুন) এই দ্বীপপুঞ্জে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কারণে সমুদ্রপৃষ্ঠে সামান্য পরিবর্তন ঘটতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র বলেছে, বনিন দ্বীপপুঞ্জে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে, ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া সংস্থা দেশটিতে ‘সুনামি’ আঘাত হানতে পারে বলে পূর্বাভাস জারি করেছে।

এতে বলা হয়েছে, বনিন দ্বীপপুঞ্জসহ চিচিজিমা এবং প্রত্যন্ত বিভিন্ন দ্বীপ এলাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় পরিবর্তন ঘটতে পারে। যে কারণে সেসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

সূত্র: রয়টার্স।

আলোআভা/ শেখ ফরিদ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়