মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখলো বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৪, ৯ এপ্রিল ২০২৪

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখলো বিশ্ব

ছবি সংগৃহীত

চলতি বছরের প্রথম এবং বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখলো বিশ্ব। সূর্য পৃথিবীর মধ্যকার কক্ষপথে চাঁদের আগমনে সৃষ্ট ছায়ায় পৃথিবীর একটা অংশ সম্পূর্ণ ঢেকে তৈরি হয়েছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই দৃশ্য সরাসরি দেখা গেছে আমেরিকা, কানাডা মেক্সিকো থেকে।

স্থানীয় সময় সোমবার (৮ই এপ্রিল) ১১টা মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সূর্যগ্রহণের এই দৃশ্য প্রথম দেখা যায়।

চাঁদের ছায়া আস্তে আস্তে সরে যাওয়ার কারণে আমেরিকার টেক্সাসে স্থানীয় সময় দুপুর ১টা ২৭ মিনিটে দৃশ্যমান হয় পূর্ণ সূর্যগ্রহণ।

যেসব স্থান থেকে সরাসরি গ্রহণ দেখা গিয়েছে, সেসব জায়গায় জড়ো হন তিন দেশের কোটি বাসিন্দা।

বিজ্ঞানীদের মতে, গত ৫০ বছরের মধ্যে এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দীর্ঘতম। ধরনের বিরল আরেকটি ঘটনা দেখতে মানবজাতিকে অপেক্ষা করতে হবে ২০৪৪ সাল পর্যন্ত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়