শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ডেঙ্গু:মৃত্যু আরও ৬ জনের, হাসপাতালে ভর্তি ৮৬৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৭, ২৯ অক্টোবর ২০২২

ডেঙ্গু:মৃত্যু আরও ৬ জনের, হাসপাতালে ভর্তি ৮৬৯

ছবিঃ সংগৃহীত

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে এতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও জনের মৃত্যু হয়েছে। সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৯ জন।

শনিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে খবর নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৮১ জন এবং ঢাকার বাইরে ৩৮৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৫৯৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ১৩১ জন। এরমধ্যে মারা গেছেন ১৩৪ জন। সুস্থ হয়েছেন ৩২ হাজার ৪০০ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছিলেন। তার মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।

এইচ এস কে

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়