শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শিশু আম্বিয়াকে দেখতে হাসপাতালে সমাজকল্যাণ সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৬, ৩১ আগস্ট ২০২২

শিশু আম্বিয়াকে দেখতে হাসপাতালে সমাজকল্যাণ সচিব

ছবি সংগৃহীত

হাইড্রোসেফালাস (মস্তিষ্কে অতিরিক্ত পানি) জনিত রোগে আক্রান্ত চার মাস বয়সী শিশু আম্বিয়াকে দেখতে রাজধানীর শিশু হাসপাতালে যান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।

বুধবার (৩১ আগস্ট) শিশু হাসপাতালে গিয়ে তিনি আম্বিয়ার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন।

সচিব জাহাঙ্গীর জানান, আম্বিয়ার বিষয়ে একটি সংবাদ সমাজকল্যাণ সচিবের নজরে আসে। তিনি সংবাদটি দেখে তাৎক্ষণিক শিশুটির পরিবারের খোঁজ নেন এবং শিশুটির চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয় শিশুটির চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই। বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ হলে আপনারা বাড়ি যাবেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাচ্চার জন্য সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় সচিব শিশু আম্বিয়ার অস্ত্রোপচার প্রয়োজনীয় চিকিৎসা দানের জন্য সচিব হাসপাতালের পরিচালক, চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং চিকিৎসা শেষে শিশুটি স্বাভাবিক শিশুর মতোই বেড়ে উঠবে।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়