শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫, কার্তিক ২৩ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

খুব শিগগির শুরু হচ্ছে ওয়েব ফিল্ম “অন্ধকার রাজধানী” এর শুটিং

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:০১, ১৯ আগস্ট ২০২৫

খুব শিগগির শুরু হচ্ছে ওয়েব ফিল্ম “অন্ধকার রাজধানী” এর শুটিং

অন্ধকার রাজধানীর পোস্টার

বাংলাদেশের রাজধানী ঢাকাস্বপ্ন, আলো আর অন্ধকারের শহর। প্রতিদিন এখানে জন্ম নেয় অসংখ্য মানুষের আশা-নিরাশার গল্প। সেই অজানা বাস্তবতা নিয়েই নির্মিত হতে যাচ্ছে ওয়েব ফিল্মঅন্ধকার রাজধানী” (The Dark Capital)

নির্মাতা নাট্য-চলচ্চিত্র পরিচালক সাব্বির আহমেদ শ্রাবণ নিজেই লিখছেন কাহিনি, সংলাপ চিত্রনাট্য। খুব শিগগির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি। ফিল্মটি প্রযোজনা করছে ড্রিমওয়ার্কস এন্টারটেইনমেন্ট বিডি। প্রতিষ্ঠানটির দুই কর্মধারআশরাফুল ইসলাম জুয়েল এবং সাব্বির আহমেদ শ্রাবণ জানান, বর্তমানে চলছে স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ। চিত্রনাট্য সম্পন্ন হলে শুটিংয়ের তারিখ অভিনয়শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

ওয়েব ফিল্মটির এক লাইন নিউজ পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল বিডি টাইমস নিউজ। পোর্টালের সম্পাদক নোমান রহমান বলেন, “আমাদের দেশে ক্রাইম-থ্রিলার সামাজিক ড্রামার বাস্তবধর্মী গল্পে লুকিয়ে থাকে আমাদের নিজেদের জীবনেরই প্রতিফলন।অন্ধকার রাজধানীদর্শকদের কাছে সমাদৃত হবে বলে আশা করি। পাশাপাশি নির্মাতাদের কাছে ধরনের আরও কাজের প্রত্যাশা রাখি।

ঢাকা শহরের উজ্জ্বল আলোর আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার দিকগুলো নিয়েই তৈরি হচ্ছেঅন্ধকার রাজধানী”—যেখানে এক শহরের নানা রঙের আড়ালে ধরা পড়বে ভিন্ন ভিন্ন জীবনের কাহিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়