ছবি: ইন্টারনেট
'আদম' সিনেমার পরিচালক আবু তাওহীদ হিরণ মারা গেছেন।
সোমবার (১৫ই এপ্রিল) ভোরে রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ভোর ৬ টার দিকে হিরণ বাসার কেয়ারটেকারকে কল দিয়ে শারীরিক অসুস্থতার কথা বলেন। তখন কেয়ারটেকার দ্রুত ছুটে গেলে দরজা বন্ধ পান। এরপর প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে হিরনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
খুলনার খালিশপুরের ছেলে হিরণ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮।
‘রং রোড’ নামে একটি সিনেমার কাজ শুরু করেন তিনি। ‘দ্য পাপ্পি’ নামে আরও একটি সিনেমা বানানোর কথা জানিয়েছিলেন তিনি।