শনিবার ২৭ জুলাই ২০২৪, শ্রাবণ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সিলেটে সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪১, ১ জুন ২০২৪

সিলেটে সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

ছবি: ইন্টারনেট

উজান থেকে নেমে আসাপাহাড়ি ঢল আর কয়েকদিনের অতিবৃষ্টির কারণে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইনসহ ৩টি নদীর পানি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এর আগে সকালে সারি নদীসহ নদীর পানি ৫টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে বইছিলো।

এদিকে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন হাওর তলিয়ে নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। পানি বাড়ায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র।

এদিকে বন্যা মোকাবেলায় সিলেটের গোয়াইনঘাটে ৫৬ টি, কোম্পানীগঞ্জে ৩৫ টি, জৈন্তাপুরে ৪৮ টি কানাইঘাটে ১৮ টি বন্যা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সিলেটের সুরমা-কুশিয়ারাসহ সকল নদীর পানি সকালের দিকে বাড়লেও দুপুরের পর থেকে কিছুটা কমেছে। সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন নদীর পানি কানাইঘাট, আমলসিদ, শেওলা সারিগোয়াইন পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেশ কয়েকটি এলাকায় ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে নদীর তীর রক্ষা বাঁধ।

এদিকে বন্যার পানি বাড়ায় বিভিন্ন উপজেলায় অভ্যন্তরীণ সড়ক তলিয়ে উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ফলে পানিবন্দী মানুষের ভোগান্তি বাড়ছে।

এদিকে বন্যার্তদের উদ্ধারসহ তাদের সার্বক্ষনিক খোঁজ নিতে কাজ করে যাচ্ছে বিভিন্ন উপজেলা প্রশাসন জনপ্রতিনিধিরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়