রোববার ২৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

চায়ের পর পঞ্চগড়ে নতুন স্বপ্ন জাগাচ্ছে কফি চাষ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ২১ মার্চ ২০২৪

চায়ের পর পঞ্চগড়ে নতুন স্বপ্ন জাগাচ্ছে কফি চাষ

ছবি: ইন্টারনেট

চায়ের পর উত্তরের জেলা পঞ্চগড়ের কৃষিতে নতুন স্বপ্ন জাগাচ্ছে কফি চাষ। প্রায় আড়াই বছর আগে জেলার বিভিন্ন সুপারি বাগানে সাথী ফসল হিসেবে রোপণ করা কফির চারাগুলোতে এসেছে ফল। বাগান থেকে কফি ফল পরীক্ষামূলকভাবে তুলতে শুরু করেছেন কৃষকরা।

আবহাওয়া অনুকূলে থাকায় আগামীতে কফি চাষ করে বাড়তি আয়ের স্বপ্ন দেখচ্ছেন অঞ্চলের কফি চাষি বাগান মালিকরা।

পঞ্চগড়ের ক্ষুদ্র মাঝারি আকারের বাগানগুলোতে গাছের ডালে দেখা মিলছে কফি ফলের। জেলার মাটি আবহাওয়া কফির জন্য উপযোগী হওয়ায় সুপারিসহ বিভিন্ন বাগানের ছায়াযুক্ত ফাঁকা জায়গায় চাষিরা গড়ে তুলেছেন কফি বাগান। রোবাস্টা জাতের কফি চাষ হচ্ছে উত্তরের এই জনপদে।

আড়াই বছর আগে এই জেলার তিনটি উপজেলায় ৪৭ জন কৃষক কফি চাষ শুরু করেন। চারা রোপণের দুই থেকে আড়াই বছরের মধ্যেই ফল আসা শুরু হয় কফি গাছগুলোতে। এখন অনেক বাগানে ফল পাকা শুরু হয়েছে। প্রতি বিঘা বাগানে খরচ হয়েছে ১০ থেকে ১৫ হাজার টাকা। যেখান থেকে বছরে দেড় থেকে দুই লাখ টাকার কফি বিক্রির সম্ভাবনা দেখচ্ছেন চাষিরা।

পঞ্চগড়ে কফি চাষে সফলতা পেলে দেশের কৃষি অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচিত হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়