মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪, কার্তিক ২৮ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

গুলশানে দুজনের গলাকাটা মরদেহ উদ্ধার

নগর প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১০, ২৮ সেপ্টেম্বর ২০২৪

গুলশানে দুজনের গলাকাটা মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত

রাজধানীর গুলশান থেকে দুই জনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গুলশান নম্বরের ১০৮ নম্বর রোডের একটি খালি প্লট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে একজনের নাম মো. রফিক (৮০) অপরজনের নাম মো. সাব্বির (১৬) মো. রফিকের বাড়ি বরিশাল সদরের দবদবিয়া গ্রামে। আর সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তৌহিদ আহমেদ বলেন, ‘ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাদের গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা রয়েছেন। তারা বিষয়টি তদন্ত করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়