ছবি: ইন্টারনেট
আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে জড়ো হতে শুরু করেছে দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানী ছাড়াও আশপাশের জেলা থেকেও মানুষ আসছে। রঙিন পোশাক, মাথায় ক্যাপ, হাতে ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন কর্মীরা। তাতে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায়। বিকেলে সমাবেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উদযাপন করতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। বেলা সাড়ে তিনটায় সমাবেশে যোগ দেবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সকাল থেকেই রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসতে থাকেন সোহরাওয়ার্দী উদ্যানে।
লাল-সবুজসহ দলীয় পতাকার রঙের পোশাক ক্যাপে সজ্জিত হয়ে আর ব্যানার ফেস্টু নিয়ে উৎসবের আমেজে সমাবেশে আসেন কর্মীরা।
আওয়ামী লীগের ৭৫ বছরের সাফল্য ও গৌরবোজ্জ্বল দিক তুলে ধরে বিকেলে সমাবেশে বক্তব্য রাখবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।