বুধবার ১৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

গুলশানে গুলির ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৩

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ১৭ জানুয়ারি ২০২৩

গুলশানে গুলির ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৩

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে গোলাগুলির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ মিন্টুসহ তিন জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরমান আলী গণমাধ্যামকে বলেন, বিকাশ করে টাকা দেওয়ায় ওমান প্রবাসী আরিফ হোসেনকে গ্লোরিয়া জিন্স ক্যাফের পাশের একটি বিকাশ দোকানের মালিক হাবিবুর রহমান আলী আটকে রাখেন।

এরপরই মূলত ওই গোলাগুলির ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসঙ্গত, রোববার (১৫ জানুয়ারি) বিকেলে মনির আহমেদ মিন্টুসহ চার পাঁচ জন ঘটনাস্থলে এসে আরিফকে ছাড়িয়ে নিতে চেষ্টা করেন। কিন্তু দোকানিরা বাধা দিতে গেলে সঙ্গে সঙ্গে অস্ত্র বের করে সাত থেকে আট রাউন্ড গুলি ছোড়া হয়।

মিন্টুর ছোড়া গুলিতে আমিনুল ইসলাম নামে একজন রহিম নামে এক ভানচালক গুলিবিদ্ধ হন। ঘটনায় আরিফ হোসেন তার ভগ্নিপতি মনির হোসেন মিন্টুকে আটক করা হয়। রাতেই আমিনুল ইসলাম গুলশান থানায় বাদি হয়ে মামলা দায়ের করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়