বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রাজধানীতে বৃহস্পতিবার কখন কোথায় লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৬, ২৮ জুলাই ২০২২

আপডেট: ১৪:১৭, ২৮ জুলাই ২০২২

রাজধানীতে বৃহস্পতিবার কখন কোথায় লোডশেডিং

ছবি সংগৃহীত

বিদ্যুতের ঘাটতি কমাতে আজও বৃহস্পতিবার টানা ৯ম দিনের মতো এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হচ্ছে।

সরকারের ঘোষণা অনুযায়ী, ১৯ জুলাই থেকে দেশজুড়ে লোডশেডিং শুরু হয়। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় লোডশেডিং হবে।

প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। লোডশেডিংয়ের এ শিডিউল পরিবর্তনও হচ্ছে।

বৃহস্পতিবারও (২৮ জুলাই) সকাল ১০টা থেকে সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম। চলবে রাত ১০টা পর্যন্ত।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) আজ লোডশেডিং শুরু করেছে সকাল ১০টায়, চলবে রাত ১০টা পর্যন্ত। একই সময় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডও (ডেসকো) লোডশেডিং শুরু করেছে। আজ কোথায়, কখন লোডশেডিং হবে, তার তালিকাও দিয়ে দিয়েছে সংস্থা দুটি।

ডেসকোর বৃহস্পতিবারের লোড শেডিংয়ের তালিকা

ডিপিডিসির বৃহস্পতিবারের লোড শেডিংয়ের তালিকা

সরকারের পক্ষ থেকে ১৮ জুলাই বিদ্যুৎ-সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়। এ লোডশেডিং হতে পারে দুই ঘণ্টা পর্যন্ত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়