
ছবিঃ সংগৃহীত
মালদ্বীপে ব্রেইন স্ট্রোকে মৃত্যু হয়েছে এক প্রবাসী বাংলাদেশির (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওই প্রবাসীর নাম রফিকুল ইসলাম। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৫ বছর।
গত বুধবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টা ২০মিনিটে দেশটির রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। এর আগে গত ১৫ অক্টোবর তিনি ব্রেইন স্ট্রোক করেছিল।
রফিকুল ইসলাম চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ ১০ বছর ধরে মালদ্বীপ প্রবাসী। তিনি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে সাইট সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
তার অকাল মৃত্যুতে দেশের বাড়ি ও মালদ্বীপ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে প্রবাসী স্বজনদের সঙ্গে সহকর্মী ও রাজনৈতিক সংগঠনের নেতারা হাসপাতালে ছুটে যান।
এইচ এস কে