
ছবি সংগৃহীত
২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম। ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির ফলাফল ঘোষণা করেন।
দেশের ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে প্রায় ২৭ হাজার পরীক্ষায় অংশ নেয়নি।
ফল জানা যাবে www.educationboardresults.gov.bd
ওয়েবসাইটে, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে, কিংবা মোবাইলের মাধ্যমে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে।
ফল পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত, অনলাইনে https://rescrutinu.eduboardresult.gov.bd
ঠিকানায়।
চলতি বছরের পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। এবারও রেওয়াজ অনুযায়ী লিখিত পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হলো।