
ছবি সংগৃহীত
শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী উপলক্ষে মঙ্গলবার ঢাকাসহ সারা দেশের মন্দিরে অঞ্জলি প্রদান ও কুমারী পূজার আয়োজন করা হয়। সকাল থেকেই পূজামণ্ডপগুলোতে ভক্তদের ভিড় দেখা যায়।
রাজধানীর রামকৃষ্ণ মিশনে সকাল ১১টায় কুমারী পূজা শুরু হয় এবং দুপুর ১২টায় শেষ হয়। মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে ঢাক-ঢোল, শঙ্খ ও উলুধ্বনিতে। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
কুমারী পূজায় ৫ থেকে ৭ বছরের একটি কুমারীকে মাতৃশক্তির প্রতীক হিসেবে প্রতিমার পাশে বসিয়ে আরাধনা করা হয়। রামকৃষ্ণ মিশনের সহকারী সম্পাদক উত্তম মহারাজ বলেন, “প্রতিটি নারীর মধ্যেই দেবীশক্তি বিদ্যমান। কুমারী পূজার মাধ্যমে আমরা সেই শক্তিকে শ্রদ্ধা জানাই।”
মহাঅষ্টমীর আরেকটি গুরুত্বপূর্ণ আচার সন্ধি পূজা সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে এই পূজার আয়োজন করা হয়।