মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রেকর্ড হ্যাটট্রিকে মেসিকে পেছনে ফেললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:১৫, ৩ এপ্রিল ২০২৪

আপডেট: ১১:১৬, ৩ এপ্রিল ২০২৪

রেকর্ড হ্যাটট্রিকে মেসিকে পেছনে ফেললেন রোনালদো

ছবি সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদো আরেকবার জ্বলে উঠলেন। তিনদিনের ব্যবধানে আবারও হ্যাটট্রিক করলেন সিআরসেভেন। ৬৫তম হ্যাটট্রিক করে চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে আরও পেছনে ফেললেন রোনালদো। তার হ্যাটট্রিকের রাতে সৌদি প্রো লিগে আবাকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আল নাসর। মেসি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫৭টি হ্যাটট্রিক করেছেন।

মঙ্গলবার (দোসোরা এপ্রিল) সৌদি প্রো লিগের ম্যাচে আভা ক্লাবের মুখোমুখি হয় আল নাসর।

এর আগে গত শনিবার রাতে আল তাইয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। ওই দিন রোনালদো তিনটি গোলই করেছিলেন দ্বিতীয়ার্ধে। রোমাঞ্চকর এই জয়ের রাতেও সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল হিলাল থেকে ১২ পয়েন্ট পিছিয়ে আছে আল নাসর। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৬২। আর সমান ম্যাচে আল হিলালের পয়েন্ট ৭৪।

ক্লাব ও জাতীয় দল উভয়ক্ষেত্রেই হ্যাটট্রিকের দিক দিয়ে পিছিয়ে মেসি। ৮ বারের ব্যালন ডি’অরজয়ী মেসি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫৭টি হ্যাটট্রিক করেছেন। যার মধ্যে ৪৮টি ক্লাবের হয়ে, বাকি ৯টি আর্জেন্টিনার জার্সি গায়ে। অন্যদিকে রোনালদো পর্তুগালের জার্সি গায়ে করেছেন ১০টি হ্যাটট্রিক। বিভিন্ন ক্লাবের জার্সিতে তিন বা তার অধিক গোল করেছেন ৫৫ বার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়