শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিপিএলের নবম আসরে কোন দলের অধিনায়ক কে?

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৯, ৫ জানুয়ারি ২০২৩

বিপিএলের নবম আসরে কোন দলের অধিনায়ক কে?

ছবি: ইন্টারনেট

শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। এরই মধ্যে দেশসেরা এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন হয়েছে। যেখানে সাত দলের মধ্যে উপস্থিত ছিলেন ছয় দলেই অধিনায়করা। কেবল বরিশাল অধিনায়ক সাকিবকে সেখানে দেখা যায়নি। তার পরিবর্তে আসেন ফরচুন বরিশাল সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বৃহস্পতিবার ( জানুয়ারি) এক ভিডিও বার্তায় খুলনা টাইগার্সের অধিনায়কের নাম ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটির ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা বেগম। দলটির আইকন প্লেয়ান তামিম ইকবালকে বাদ দিয়ে ইয়াসির আলীকে অধিনায়ক হিসেবে বেছে নেয় তারা।

ঢাকা ডমিনেটরস তাদের অধিনায়ক হিসেবে দীর্ঘ দিন জাতীয় দলের বাহিরে থাকা নাসির হোসেনকে। নাসির এর আগেও বিপিএলে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে। এর সিলেট সিক্সার্সের হয়ে অধিনায়কত্ব করেছেন তিনি। ঢাকা ডমিনেটরসের ম্যানেজার সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন নিশ্চিত করেছেন, নাসিরই ঢাকার অধিনায়ক।

বিপিএলে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে শুভাগত হোম চৌধুরীর। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্ব দেবেন তিনি। দুই দিন আগেই ব্যাপারে আনুষ্ঠানিক বার্তা দিয়েছে দলটি।

২০২৭ বিপিএল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে এবার নেতৃত্ব দিবেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান। প্রথম শ্রেণির ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগে এর আগে অধিনায়কত্ব করেছেন তিনি। কদিন আগে টি-টোয়েন্টি সংস্করণে জাতীয় দলের নেতৃত্বও দিয়েছেন। এবার বিপিএলের দিকে তাকিয়ে নুরুল।

এছাড়া, বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস এবারও ইমরুল কায়েসের নেতৃত্বেই খেলবে। নতুন দল সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গতবারের মতো এবারও সাকিব আল হাসানের নেতৃত্বে খেলবে ফরচুন বরিশাল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়