শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিএনপির গণঅবস্থান: শাহবাগে ছাত্রলীগের ‘প্রতিবাদ অবস্থান’ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৬, ১১ জানুয়ারি ২০২৩

বিএনপির গণঅবস্থান: শাহবাগে ছাত্রলীগের ‘প্রতিবাদ অবস্থান’ কর্মসূচি

ছবি: ইন্টারনেট

রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে বিএনপিসহ সরকারবিরোধী কয়েকটি দল জোটের গণমিছিলের কর্মসূচি ঘিরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সতর্ক অবস্থানে রয়েছে ছাত্রলীগ। সংগঠনটির দাবি, রাজনৈতিক অপশক্তির নৈরাজ্য সৃষ্টি বন্ধে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান।

ছাত্রলীগ এই পাহারাকেবিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য-দেশবিরোধী ষড়যন্ত্র-সংবিধান বিরোধী অপতৎপরতারপ্রতিবাদে অবস্থান কর্মসূচি বলছে।

সরেজমিন দেখা যায়, বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির সাধারণ সম্পাদক তানভীর হাসান। পরে তাদের সঙ্গে যোগ দেন সংগঠনটির ইডেন কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা। এসময় সংগঠনটির নেতাকর্মীদের জামায়াত-বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। ছাত্রলীগের অবস্থান থাকবে বিকেল ৩টা পর্যন্ত।

বিএনপির পূর্ব ঘোষণা অনুযায়ী, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়াসহ ১০ দফা দাবিতে সকাল দশটা থেকে রাজধানীর পল্টন বিভাগীয় শহরগুলোতেগণঅবস্থানকর্মসূচি পালন করছে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল জোট। তাদের অবস্থান চলবে বিকেল ৩টা পর্যন্ত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়