
ছবি সংগৃহীত
বাংলাদেশ সচিবালয়ে রোববার থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হচ্ছে একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সচিবালয়ের প্রবেশপথে চেকিং থাকবে, ভেতরে পলিথিন বা প্লাস্টিক পাওয়া গেলে জব্দ করা হবে এবং পরিবর্তে কাগজের ব্যাগ দেওয়া হবে। সভা-সেমিনারসহ কোনো অনুষ্ঠানেও প্লাস্টিক বোতল, কাপ, প্লেট বা চামচ ব্যবহার করা যাবে না।
পরিবর্তে পাটজাত, কাপড়ের বা পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি মন্ত্রণালয়ে ফোকাল পারসন ও মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, সচিবালয়ে এসইউপি বন্ধ হলে সারা দেশে দৃষ্টান্ত তৈরি হবে। সরকারের লক্ষ্য রোববারের মধ্যেই সচিবালয়কে পুরোপুরি প্লাস্টিকমুক্ত করা।