শনিবার ১৮ অক্টোবর ২০২৫, কার্তিক ৩ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

‘৫ বছর থাকুন, ১০ বছর থাকুন, ৫০ বছর থাকুন—মানুষ নানা কথা বলে’: প্রধান উপদেষ্টা ইউনূস

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৮, ৩০ সেপ্টেম্বর ২০২৫

‘৫ বছর থাকুন, ১০ বছর থাকুন, ৫০ বছর থাকুন—মানুষ নানা কথা বলে’: প্রধান উপদেষ্টা ইউনূস

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কেউ কেউ চান নির্বাচন দ্রুত হোক, আবার কেউ বলেন দীর্ঘদিন থাকুন। তিনি বলেন, “মানুষ নানা রকম কথা বলে। কেউ বলে পাঁচ বছর থাকুন, দশ বছর থাকুন, পঞ্চাশ বছর থাকুন। তারা বলে নির্বাচনের দরকার কী? কার নির্বাচন দরকার?”

সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়ার ফাঁকে ব্রিটিশ-আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের তিনটি দায়িত্ব—সংস্কার, বিচার ও নির্বাচন। শুধু নির্বাচন করলেই হবে না, আগে কাঠামোগত সংস্কার নিশ্চিত করতে হবে। নইলে পুরোনো দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা ফিরে আসবে।

তিনি আরও বলেন, যারা অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় থাকার অনুরোধ করছেন, তারা গণতন্ত্র নয়, সুশাসনের কথা বলছেন। তবে শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতেই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়