শনিবার ১৮ অক্টোবর ২০২৫, কার্তিক ৩ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহ ভুটানের

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহ ভুটানের

ছবি সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শুক্রবার ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে আগ্রহ প্রকাশ করেছেন।

তোবগে প্রস্তাব দেন, ভুটানের গেলেপু মাইন্ডফুলনেস সিটিকে (জিএমসি) কুড়িগ্রামে ভুটানি বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যুক্ত করা গেলে উভয় দেশই বাণিজ্য ও বিনিয়োগে উপকৃত হবে। ধর্মীয় পর্যটন, জলবিদ্যুৎ, ওষুধশিল্পে বিনিয়োগ এবং ফাইবার অপটিক সংযোগ নিয়েও তিনি সহযোগিতা চান।

ড. ইউনূস প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, উন্নত যোগাযোগ ও বিনিয়োগ দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে।

রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়। তোবগে জানান, ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের পূর্ণাঙ্গ অধিবেশনে ভুটান অংশ নেবে। তিনি ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে তাঁকে “মাই প্রফেসর” বলে সম্বোধন করেন এবং ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগেই বাংলাদেশ সফরের আগ্রহ জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়